ইউপি সেবা সমূহ
ইউনিয়ন ডিজিটাল সেবা
কালের স্বাক্ষী বহনকারী রূপসার তীরে গড়ে উঠা রূপসা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো নৈহাটী ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ নৈহাটী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের সূত্রধরে ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত নাগরিক সেবাসমূহ জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা তৈরী করেছি ইউনিয়ন পরিষদ সেবা সফটওয়্যার। ইউনিয়ন পরিষদের প্রদেয় নাগরিক সেবাসমূহকে বিশ্বের যেকোনো প্রান্ত হতে ঘরে বসেই প্রাপ্তি সহজতর করাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এই উদ্যোগ এবং প্রয়াস বাংলাদেশের তৃণমূলকে ডিজিটাল করতে একধাপ এগিয়ে থাকবে। যেকোন স্থান হতে অল্প সময়ে নির্ভুল ভাবে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ দ্বারা তাদের কাঙ্খিত সেবার সনদ প্রাপ্তির জন্য অনলাইন থেকে আবেদন করতে পারবেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত আবেদনটি যাচাই বাছাই করে চেয়ারম্যান মহোদয়ের ডিজিটাল সাক্ষরের মাধ্যমে সনদটি ইস্যু করতে পারবেন।